July 7, 2025, 5:44 pm

আন্তর্জাতিক থ্রিজিরো ক্লাবে জায়গা করে নিলেন বেরোবির পাঁচ তরুণ

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি:

আন্তর্জাতিক অঙ্গনে নতুন গৌরবের অধ্যায় রচনা করল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থী এবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত থ্রিজিরো ক্লাব-এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন:

হাসেম বাঁধন (জিইএস-১০)

জামিলুর রেজা শিফাত (জিইএস-১১)

রৌশিন আলম রাফি (জিডিএস-১৪)

রিফায়েত জেরিন আলম (জিইএস-১৪)

ফারহানা ইমি (এমসিজে-১৫)

হাসেম বাঁধন বলেন, “আমার স্বপ্ন ছিল রংপুর অঞ্চলের তরুণরা আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দিক। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং একটি নতুন পথের সূচনা—যেখানে পাঠ্যবইয়ের বাইরেও তরুণরা বৈশ্বিক পরিবর্তনের নির্মাতা হতে পারবে।”

রিফায়েত জেরিন আলম বলেন, “থ্রিজিরো ক্লাবের সদস্য হতে পারা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এটি টেকসই, ন্যায়ভিত্তিক ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের স্বপ্নের সঙ্গে সম্পৃক্ত। ইনশাআল্লাহ আমরা সক্রিয়ভাবে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখব।”

এই পাঁচ শিক্ষার্থী এরাইস ফাউন্ডেশন-এর সক্রিয় সদস্য এবং ইতোমধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

থ্রিজিরো ক্লাব হলো একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা তিনটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে:

শূন্য কার্বন নিঃসরণ

শূন্য সম্পদের একগুচ্ছতা (ধনকুবেরতা)

শূন্য বেকারত্ব

বিশ্বজুড়ে বর্তমানে ৪০টিরও বেশি দেশে ৪,৬০০-এর বেশি থ্রিজিরো ক্লাব সক্রিয় রয়েছে, যেখানে যুব নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ ও জলবায়ু সচেতনতায় তরুণদের যুক্ত করা হয়।

আগামী ২৯ জুন, এই পাঁচ শিক্ষার্থী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য থ্রিজিরো কনভোকেশন ২০২৫-এ অংশগ্রহণ করবেন। সেখানে তারা আন্তর্জাতিক যুব নেতাদের সঙ্গে মতবিনিময়, আইডিয়েশন চ্যালেঞ্জ এবং বৈশ্বিক উদ্যোগে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই অর্জন শুধু বেরোবির নয়, বরং বাংলাদেশের তরুণ সমাজের জন্যও এক বিশাল অনুপ্রেরণা। আশা করা যায়, এরা ভবিষ্যতে নেতৃত্ব, জলবায়ু সহনশীলতা এবং দারিদ্র্য হ্রাসে বড় ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন