July 8, 2025, 6:43 am

১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির জি.এম মোখলেছুর রহমান

মিরাজ হুসেন প্লাবন

প্রতিবেদক: মো. আতেফ ভূইয়া, পূবাইল, গাজীপুর
ঢাকা, ৯ মে ২০২৫ (শুক্রবার)

দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি)’র সাবেক নেতা, গ্রীস বিএনপির সদ্য বিদায়ী সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ‘জনতার টিভি’র বর্তমান চেয়ারম্যান জি.এম মোখলেছুর রহমান।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাঁকে বরণ করে নেন।

বিএনপি নেতাদের দাবি, জি.এম মোখলেছুর রহমান রাজনৈতিক কারণে দীর্ঘদিন বিদেশে নির্বাসনে ছিলেন। তাঁর ভাষায়, তিনি দেশে ফিরেছেন “মাদার অফ মাফিয়া”, “লেডি হিটলার” ও “লেডি ফেরাউন” নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের অবসান ঘটার পরে। এই প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা দেখছেন “হাসিনা-মুক্ত বাংলাদেশে নতুন সূচনা” হিসেবে।

রাজনৈতিক অঙ্গনে তাঁর সুদৃঢ় নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও নির্ভীক অবস্থান তাঁকে গ্রীস বিএনপির নেতৃত্বে দীর্ঘ সময় ধরে সক্রিয় রেখেছিল। বর্তমানে তিনি গণমাধ্যম জগতে ‘জনতার টিভি’র চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নেতাকর্মীদের বিশ্বাস, জি.এম মোখলেছুর রহমানের দেশে ফেরার মাধ্যমে বিএনপির রাজনীতিতে নতুন গতি ও প্রেরণা সৃষ্টি হবে এবং দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন