July 31, 2025, 12:23 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

ধান শুকানোর আগেই অঙ্কুর, মাঠেই শেষ কৃষকের সোনালি স্বপ্ন

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক:
ধান মাড়াইয়ের পর কাঙ্ক্ষিত রোদ না পেয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছে মাঠভর্তি ধান। ফলে কিছুদিনের মধ্যেই সেই ধানে অঙ্কুর গজিয়ে ওঠে — হয়ে গেছে ছোট ছোট গাছ। এতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কৃষকের বহু কষ্টে ফলানো ফসল।

ঘটনাটি ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি টানা বৃষ্টির কারণে। মাঠে কিংবা বাড়ির উঠানে মাড়াই করা ধান শুকানোর সুযোগ না পাওয়ায় এবং উপযুক্ত ব্যবস্থা না থাকায় এমন করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন,

“ধান কাটার পর দু-একদিন রোদ পেলেও পরে হঠাৎ বৃষ্টির কারণে ধান ভিজে গিয়েছে। এখন দেখছি, ধানগুলোতে গাছ গজিয়ে গেছে। সব শেষ। মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই।”

প্রতিক্রিয়ায় কৃষি বিভাগ
স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা জানিয়েছেন,

“বৃষ্টির মৌসুমে ধান মাড়াইয়ের পর দ্রুত শুকানোর ব্যবস্থা না থাকলে এমন ঘটনা ঘটতেই পারে। আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি এবং যাদের ক্ষতি হয়েছে, তাদের তালিকা করে প্রয়োজনীয় সহায়তার সুপারিশ করবো।”

অর্থনৈতিক বিপর্যয় কৃষকদের জীবনে
এই ধান থেকেই কৃষকরা সারাবছরের খোরাকি, বীজ ও কিছুটা আয় আশা করেছিলেন। কিন্তু হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগে তাঁদের অনেকেই পড়েছেন চরম আর্থিক সংকটে।

উপসংহার:
বৃষ্টির সময়ে ধান মাড়াই ও সংরক্ষণের পদ্ধতিতে আরও আধুনিক ব্যবস্থার প্রয়োজনীয়তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এই দুর্ভাগ্যজনক ঘটনা। কৃষকদের দাবি, সরকার যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় এবং পরবর্তী ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন