বেরোবি প্রতিনিধি:
নকশা পরিবর্তন, অর্থ আত্মসাৎ ও ঠিকাদারকে অগ্রিম বিল প্রদানের মতো গুরুতর অনিয়মের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক দুই উপাচার্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক এ কে এম নূর-উন-নবী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার আ. সালাম বাচ্চু (মো. আব্দুস সালাম জেভি) এবং ঠিকাদার এম এম হাবিবুর রহমান (মেসার্স হাবিব অ্যান্ড কো. জেভি)।
দুদক অভিযোগপত্রে জানায়, অভিযুক্তরা যোগসাজশে অনুমোদিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন করেছেন।
এছাড়াও, নিরাপত্তা জামানতের টাকা ব্যাংকে এফডিআর করে লোনের জন্য লিয়েনে রেখে ঠিকাদারকে ঋণ নিতে সহায়তা করা হয়েছে। অথচ চুক্তিতে অগ্রিম অর্থ প্রদানের কোনো সুযোগ না থাকলেও, আর্থিক সহযোগিতার অজুহাতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ঠিকাদারকে অগ্রিম বিল প্রদান করা হয় এবং বিল সমন্বয়ের আগেই গ্যারান্টি অবমুক্ত করা হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের ডিজাইন উপেক্ষা করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ এবং দরপত্র মূল্যায়নে ফ্রন্ট লোডিং ও অতিমূল্য অনুমোদনের মাধ্যমে সরকারি ক্রয় বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।
এ ঘটনায় দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
দুদক বলছে, আসামিরা রাষ্ট্রীয় দায়িত্ব ও আস্থার অপব্যবহার করে সরকারি অর্থ অপচয় ও আত্মসাৎ করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।