December 22, 2024, 7:00 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত: বিসিবি বিবেচনায় মেহেদি ও হৃদয় ।

Reporter Name

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত: বিসিবি বিবেচনায় মেহেদি ও হৃদয় ।

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক বছরের জন্য অধিনায়ক হিসেবে নিয়োগ দিলেও, শান্ত নিজেই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিসিবির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে জানিয়েছেন, “হ্যাঁ, নাজমুল আমাদের জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিনি আর নেতৃত্বে থাকতে চান না।”

এ বিষয়ে নাজমুল বলেন, “দেখা যাক কী হয়। আমি বিসিবি সভাপতির (ফারুক আহমেদ) সিদ্ধান্তের অপেক্ষায় আছি।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, বিসিবির একজন শীর্ষ পরিচালক নাজমুলকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলছেন, যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সমাধান পাওয়া যায়নি। জানা গেছে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুধু টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করলেও, পরে তিনি তিন ফরম্যাট থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি নাজমুলের অধিনায়কত্ব এবং তার ফর্ম নিয়ে নানা মহলে সমালোচনা দেখা দিয়েছে। বিসিবির আরেক কর্মকর্তা জানান, নাজমুল সিদ্ধান্তে অটল থাকলে, মেহেদি হাসানকে টেস্ট ও ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে এবং তৌহিদ হৃদয়কে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নাজমুল নয়টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে তিনটি জয় ও ছয়টি পরাজয় রয়েছে। তার অধিনায়কত্বে বড় সাফল্য ছিল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়। তিনি নয়টি ওডিআই ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৪টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ১০টি ম্যাচে জয় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন