September 3, 2025, 3:48 pm

জামালপুরে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

মোঃ শামসুল আলম,

মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি.

জামালপুরের ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুর সদর ইউনিয়ন, চিনাডুলী, বেলগাছা ও কুলকান্দি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা খাতুনসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিশু ফোরাম সদস্য, শিক্ষক, অভিভাবক ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ তৌহিদুর রহমান বলেন,
“বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এটি একটি সামাজিক ব্যাধি এবং শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য বড় প্রতিবন্ধকতা। তাই আমাদের সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে হবে। আজকের এই ঘোষণা কেবল শুরু, এখন থেকে দায়িত্ব আরও বেড়ে গেল।”

অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে শপথ করানো হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন