September 3, 2025, 3:48 pm

জামালপুরের মেলান্দহে সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম,

মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি,

জামালপুরের মেলান্দহে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার মেলান্দহ মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কৃষি বিভাগের সেবা সমূহ যথাযথভাবে কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া। প্রশিক্ষণে অংশ নেন মেলান্দহ উপজেলার দুরমুঠ, কুলিয়া, মাহমুদপুর ও শ্যামপুর ইউনিয়নের কমিউনিটি মার্কেট এজেন্ট, নির্বাচিত নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কিশোর-কিশোরী, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের কমিউনিকেশন, ডকুমেন্টেশন এন্ড এডভোকেসি স্পেশালিস্ট মোঃ কাওনান মুরছালিন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন