রিপোর্ট: সিয়াম তালুকদার মাহিদ,
কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের আঙ্গাউড়া শাপলা হাসপাতালের উত্তর পাশে দীর্ঘদিন ধরে সড়কের পাশে ময়লা-আবর্জনা জমে আছে। এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পথচারী ও যানবাহনের যাত্রীদের নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবি করেছেন, দ্রুত আবর্জনা অপসারণ করে জনদুর্ভোগ দূর করা হোক, নাহলে সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে।