July 7, 2025, 10:37 pm

তালতলীতে সাইকেল র‌্যালি: “ঋণ নয়, চাই জলবায়ু ক্ষতিপূরণ”

এইচ বি সুমন আলী

এইচ বি সুমন আলী, স্টাফ রিপোর্টার, বরগুনা:

জলবায়ু পরিবর্তনের ক্ষতির দায়ে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানিয়ে বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী সাইকেল র‌্যালি।
শনিবার (২৮ জুন) সকালে “গ্লোবাল ডে অব অ্যাকশন” কর্মসূচির অংশ হিসেবে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালির আয়োজনে ছিল পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং তালতলী সাইকেলিং ক্লাব। অংশ নেন অর্ধশতাধিক শিক্ষার্থী ও পরিবেশকর্মী।
তাঁদের হাতে ছিল জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ ও ঋণ বাতিলের দাবিতে লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড।

র‌্যালির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, পরিবেশকর্মী হাইরাজ মাঝী, উন্নয়নকর্মী এম. মিলন, মো. মোস্তাফিজ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান।

🗣 বক্তব্যে উঠে আসে স্পষ্ট প্রতিবাদ ও দাবি
র‌্যালি-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,

“বরিশালের ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য পায়রা নদী ও আশপাশের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে ইলিশের প্রজনন বাধাগ্রস্ত, টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্য হুমকিতে পড়ছে। কৃষি, জনস্বাস্থ্য ও জীবিকাও ঝুঁকিতে।”

তারা আরও বলেন,

“ধনী দেশের কার্বন নিঃসরণের দায় গরিব দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ সবচেয়ে বেশি ভুগছে উপকূলীয় জনগোষ্ঠী। তাই ঋণ নয়, জলবায়ু ক্ষতিপূরণ চাই—অনুদানভিত্তিক অর্থায়নের মাধ্যমে।”

পরিবেশকর্মীরা বলেন,

“গ্লোবাল সাউথের দাবি গ্লোবাল নর্থকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে অর্থনৈতিক বৈষম্য দূর করতেই হবে।”

তারা দ্রুত তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বর্জ্য নিঃসরণ নিয়ন্ত্রণ ও উপকূলীয় পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন