September 1, 2025, 5:19 am

যশোর: কেশবপুরে আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন

মিরাজ হুসেন প্লাবন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের সামনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দীন আলা। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমনসহ সহস্রাধিক নেতা-কর্মী।

এর আগে সকালে একই দাবিতে বিক্ষোভ মিছিলসহ জেলা নির্বাচন অফিস ঘেরাও করা হয়। পরে যশোর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন যশোর-০৬ আসনের ভোটাররা।

উল্লেখ্য, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি যশোর-৩ ও যশোর-৬ আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি দেন—সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন