October 16, 2025, 11:34 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

জামালপুর ইসলামপুরে এতিম সুমাইয়া হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ শামসুল আলম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে শ্বশুরবাড়িতে গৃহবধূ এতিম সুমাইয়া হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনটি মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ–ইসলামপুর মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও স্থানীয় জনগণ আয়োজন করে। এসময় নিহতের মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন চলছিল। আমি চাই সুষ্ঠু বিচার হোক। পুলিশ কেন ঘটনার সঙ্গে জড়িতদের ছেড়ে দিয়েছে?”

মানববন্ধনে নিহতের স্বজন উজ্জ্বল, জাকির হোসেন, শওকত ও অন্যান্য এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তারা দাবি করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ পাশ্ববর্তী বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। পরের দিন ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিনের ছেলে সুমন (২২) এর সঙ্গে তার বিয়ে হয়।

মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ সুমন এবং তার বাবা-মাকে ৪৮ ঘন্টা আটক রাখার পর মুক্তি দেয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, “ঘটনাটি তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মামলা নেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন