July 7, 2025, 4:16 pm

দানব শার্কের রহস্যময় ইতিহাস

মিরাজ হুসেন প্লাবন

বিস্তারিত:

আনুমানিক ৩৬ লক্ষ থেকে সোয়া ২ কোটি বছর আগে পৃথিবীর সাগরে রাজত্ব করত এক বিশালাকৃতির হিংস্র সামুদ্রিক প্রাণী—মেগালোডন শার্ক। আকার ও শক্তিতে এতটাই ভয়ংকর ছিল এই শার্ক, যা আজকের দিনে পরিচিত গ্রেট হোয়াইট শার্কের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী।

বিজ্ঞানীদের মতে, মেগালোডনের চোয়ালের প্রস্থ ছিল প্রায় ৬.৫ ফুট—যেখানে একজন পূর্ণবয়স্ক মানুষ অনায়াসে দাঁড়িয়ে যেতে পারে! তাদের মুখভর্তি ছিল মোট ২৭৬টি তীক্ষ্ণ খাঁজকাটা দাঁত, যার প্রতিটির দৈর্ঘ্য ছিল কোনো কোনো ক্ষেত্রে ৭ ইঞ্চি পর্যন্ত।

মেগালোডন নামের এই প্রাগৈতিহাসিক প্রাণী কোটি কোটি বছর ধরে সমুদ্রের শীর্ষ শিকারি হিসেবে টিকে ছিল। তবে আজ তারা শুধুই জীবাশ্ম হয়ে আছে জাদুঘরের গ্যালারিতে এবং বিজ্ঞানীদের গবেষণায়।

বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানে আগ্রহীদের কাছে মেগালোডন এক বিস্ময়ের নাম—এক সময়ের সত্যিকারের সামুদ্রিক দানব!

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন