বেরোবি প্রতিনিধি:
বাংলাদেশের অর্থনীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত এখন একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
তিনি বলেন, “তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে বাংলাদেশ আইসিটি খাতে একটি ভালো অবস্থান তৈরি করবে।”
আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য আরও বলেন, “পদক প্রাপ্তির চেয়ে অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জনই বেশি গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত সন্তানদের পছন্দের সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রমোশন অধিশাখার উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৮টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।