December 7, 2025, 8:25 am

বেরোবিতে অনুদানের প্রস্তাবনা লেখার কর্মশালা অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদান প্রাপ্তির জন্য প্রস্তাবনা লেখার কৌশল বিষয়ে ‘প্রোপোজাল রাইটিং ফর ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল গ্রান্টস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কাছে প্রস্তাবনা পাঠিয়ে অনুদান সংগ্রহের ক্ষেত্রে সুনির্দিষ্ট ও কাঠামোবদ্ধ প্রস্তাব লেখার গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, “এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক-গবেষকদের প্রস্তাবনা তৈরির দক্ষতা বাড়াতে সহায়ক হবে। আমাদের শিক্ষার্থীরাও গবেষণার প্রতি আগ্রহী—তাদেরকে গবেষণার সঙ্গে যুক্ত রাখতে শিক্ষকদের আরো উদ্দীপক ভূমিকা রাখা প্রয়োজন।”

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।

অনুষ্ঠানে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন