প্রতিনিধি, বেরোবি (রংপুর):
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান বাজেট বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তপ্ত মুহূর্তে আন্দোলনের দুই সমন্বয়কারীর মধ্যে দ্বন্দ্বের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়ার শিকার হন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ। অভিযুক্ত সমন্বয়ক শাহরিয়ার সোহাগ বিষয়টি স্বীকার করলেও বলেন, “আমি ভুল করিনি”।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। সাংবাদিক আবু সাঈদ জানান, তিনি কর্মসূচি কভার করতে গিয়েছিলেন, তখন সমন্বয়ক শাহরিয়ার সোহাগ ও জয় নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করলে তিনি সেটি ভিডিও করছিলেন। তখনই সোহাগ তার হাত থেকে মোবাইল কেড়ে নেন। পরে শিক্ষার্থীদের সহায়তায় মোবাইল ফেরত পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আহমদুল হক আলবি বলেন, “নেতাদের দ্বন্দ্বের কারণে আন্দোলনের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। এমন সময় সাংবাদিক ভিডিও করছিলেন, তখনই মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক শাহরিয়ার সোহাগ বলেন,
“আমি ফোন কেড়ে নিয়ে কোনো ভুল করিনি। তবে সরি বলেছি, কারণ তখন মাথা গরম ছিল। ভিডিও বন্ধ করার জন্যই ফোন নিয়েছি।”
এ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে ঘটনাটিকে দেখছেন অনেকেই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন,
“সাংবাদিকরা অতীতেও এমন ঘটনার শিকার হয়েছে। ক্যাম্পাসে যদি আবারও সাংবাদিকদের এমন হয়রানির শিকার হতে হয়, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”