August 7, 2025, 3:09 pm
শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামী গ্রেফতার চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও রক্তদান উদ্বুদ্ধকরণ সভা হবিগঞ্জে মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মর্মান্তিক মৃত্যু মেহেরপুর সীমান্তে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় নৌবাহিনীর হঠাৎ অভিযান, ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক মুন্সিগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, জনতার গণপিটুনি জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবিগঞ্জের মাধবপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১, রাজবাড়ীতে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মুন্সিগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, জনতার গণপিটুনি

আক্কাছ আলী

রিপোর্ট:আক্কাছ আলী ,
জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ,

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক ১৪ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিকের (৪৫) বিরুদ্ধে।
বুধবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তকীউর রহমান চট্টগ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বালাশুর এলাকায় একটি মহিলা মাদরাসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী ছাত্রী কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। ওই ছাত্রী ঝাড়ফুঁক নেওয়ার জন্য মাদরাসা শিক্ষকের কাছে গেলে তিনি ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে শিক্ষার্থী।

ঘটনার পরপরই বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ছাত্রীকে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন,

“ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন