October 17, 2025, 1:11 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

সোহেল তাজের কঠোর অবস্থান: “গণহত্যা ও দুর্নীতির সমর্থকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই”

Reporter Name

সোহেল তাজের কঠোর অবস্থান: “গণহত্যা ও দুর্নীতির সমর্থকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই”
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টবাদী অবস্থান নেন। তিনি বলেন, জুলাই-আগস্ট মাসের হত্যাকাণ্ড ও নির্যাতনের সমর্থক এবং গত ১৫ বছরের দুর্নীতি, গুম, অনিয়ম ও কোটি-কোটি টাকা পাচারকারীদের সমর্থকদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “দেশ থেকে লক্ষ-কোটি টাকা পাচার, এবং কীভাবে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না। খারাপ মানুষের প্রসংশা আমার দরকার নেই।”

সোহেল তাজ জানান, যারা এসব অন্যায় দেখেও না দেখার ভান করেন, তাদের সঙ্গে তার সম্পর্ক নেই। তিনি নিজেকে খোলামেলা ও স্পষ্টবাদী মানুষ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “আমি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পছন্দ করি। মানুষের সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।”

পরিবারের শিক্ষার বিষয়ে তিনি বলেন, “আমার পরিবার আমাকে শিখিয়েছে মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করতে হয়, ধনদৌলত, প্রভাব-প্রতিপত্তি বা গাড়ি-বাড়ি দিয়ে নয়।” সোহেল তাজের মতে, মানুষকে এবং দেশকে ভালোবাসার শিক্ষাই তার পরিবার তাকে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন