গত নভেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ৪১১ কোটি ৯৭ লাখ ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
পাঁচ মাসের রপ্তানির অগ্রগতি
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট রপ্তানি হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ দশমিক ৮৬ শতাংশ বেশি।
প্রধান খাতগুলোর সাফল্য
তৈরি পোশাক খাত: নভেম্বরে এই খাত থেকে আয় হয়েছে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার। এতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ। পাঁচ মাসে পোশাক খাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারে, যা ১২ দশমিক ৪ শতাংশ বেশি।
কৃষি খাত: রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
উৎপাদনমুখী শিল্প: প্রবৃদ্ধি ১৫ দশমিক ৬০ শতাংশ।
হোমটেক্সটাইল: ২১ শতাংশ প্রবৃদ্ধি।
চামড়া ও চামড়াজাত পণ্য: রপ্তানি আয় সামান্য হ্রাস।
বিশ্লেষণ
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে পোশাক ও অন্যান্য পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে রপ্তানিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে চামড়া খাতের মন্দা কাটিয়ে ওঠা এবং কৃষি ও উৎপাদন খাতের ধারাবাহিক উন্নতির জন্য আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
ইপিবি আশা করছে, এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।