December 22, 2024, 6:24 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পেলেন বগুড়ার জাহিদ

মামুন,বগুড়া প্রতিনিধিঃ

মামুন,বগুড়া প্রতিনিধিঃ

সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পেলেন বগুড়ার ইনটেক এগ্রো এন্ড ফুড প্রডাক্টস্‌’র স্বত্বাধিকারী ও জেলা এবি পার্টির সদস্য সচিব এস এ জাহিদ।

জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তিনি সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম হিসেবে নির্বাচিত হোন।

১ নভেম্বর (শুক্রবার) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় জাহিদ বলেন, আজ এই মুহূর্তে, আমার জন্য এটা শুধু পুরস্কার গ্রহণ নয়, বরং এটি আমার সকল পরিশ্রম, স্বপ্ন এবং যাত্রার এক অনন্য স্বীকৃতি। আজকের এই সম্মান শুধু আমার একার নয়; এটি আমার পরিবার, আমার পরামর্শদাতা, এবং দেশের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি কর্মকর্তার পরিশ্রমের ফসল। আমি আশা করি এই অর্জন দেশের আরও অনেক যুবকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি, এই যাত্রা এখানে শেষ নয়; বরং এটি আরও বড় স্বপ্ন পূরণের শুরু। আমি ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশ এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; অনুষ্ঠানে ১২ জন সফল আত্মকর্মী ও তিন জন শ্রেষ্ঠ যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন