August 1, 2025, 9:49 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন

মিরাজ হুসেন প্লাবন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে নতুন রক্তদান সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা)-এর শুভ উদ্বোধন করেছেন

মাননীয় উপাচার্য ড. শওকাত আলী। গত ১৬ ডিসেম্বর এ স্বেচ্ছাসেবী সংগঠনটি উদ্বোধন করা হয়। “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই

মানবিক ধারণাকে সামনে রেখে ব্রুবা কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে রক্তদান কর্মসূচিকে আরও কার্যকর ও সচেতনতার মাধ্যমে পরিচালনার লক্ষ্য স্থির

করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. শওকাত আলী, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা,

রেজিস্ট্রারসহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রুবা’র প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিয়ার ফেরদৌস স্মরণ। সিনিয়র সহ-

সভাপতি মো. তারিকুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ রুবেল, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ, সহ সাংগঠনিক

সম্পাদক মো. ইয়াসিন মাহমুদ রিয়াদ এবং সেমিনার বিষয়ক সম্পাদক মাসফিকুল হাসানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিচ্ছেন বেশ কিছু মেধাবী

শিক্ষার্থী।

ব্রুবা’র সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তদান এবং মানবসেবায় উদ্বুদ্ধ করতে সংগঠনটি কাজ

করবে। আমাদের লক্ষ্য মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের এই মহান কাজে সম্পৃক্ত করা।”

সেমিনার বিষয়ক সম্পাদক মাসফিকুল হাসান বলেন, “রক্ত হলো শরীরের পরিবহন মাধ্যম, যা শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য অপরিহার্য।

থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার এবং রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে সুস্থ মানুষদের এগিয়ে আসা উচিত।”

উদ্বোধনী দিনে কৃষ্ণচূড়া সড়ক সংলগ্ন এলাকায় তিন ঘণ্টাব্যাপী কার্যক্রম চালানো হয়। এতে শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবং

রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধন নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের কর্মীরা।

ব্রুবা’র সদস্যরা আশা করেন, রক্তদান কার্যক্রমকে আরও সুসংহত করতে তারা দীর্ঘমেয়াদে কাজ করে যাবেন এবং রক্তদানকে সামাজিক আন্দোলনে

পরিণত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন