সাইবার হামলার আশঙ্কায় সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের: ব্যাংকিং সেবায় ১৭টি জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ
বাংলাদেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে ফেসবুক অ্যাড ম্যানেজারে বেআইনিভাবে লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব লেনদেন সাধারণ গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি, সাইবার হামলার ঝুঁকিও বেড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ ব্যাংক ১৭টি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। ব্যাংকগুলোর ওপর এই নির্দেশনাগুলোতে সম্ভাব্য ডেটা লঙ্ঘন বা র্যানসমওয়্যার আক্রমণ ঘটলে তা অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে জানানো, লেনদেনে বায়োমেট্রিক যাচাই ও সিভিভি যাচাই, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার, এবং ভুয়া কিউআর কোড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, প্রতিটি লেনদেনে 2FA/MFA ব্যবহার করা, এআই ও মেশিন লার্নিং প্রয়োগ করে অস্বাভাবিক লেনদেন শনাক্ত করা এবং ব্যবসায়ীদের সঙ্গে বিনিময় করা ডেটার পরিমাণ সীমিত রাখা প্রয়োজন।
সাইবার নিরাপত্তা বজায় রাখতে ফায়ারওয়াল, অনুপ্রবেশ শনাক্তকরণ সিস্টেম এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো প্রযুক্তি শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, ফিশিং ইমেলসহ বিভিন্ন সাইবার নিরাপত্তা হুমকি শনাক্তে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
নিয়মিত সফ্টওয়্যার আপডেট এবং ব্যাংকগুলোর ওয়েবসাইট ও ক্লাউড-ভিত্তিক সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশনা সহ আরও বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এভাবে প্রতিটি ব্যাংক নিজস্ব সাইবার সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সাইবার হামলার ঝুঁকি হ্রাসে বাংলাদেশ ব্যাংক সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে।