রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘সার্বজনীন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।
মহান বিজয় দিবস উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ২টা থেকে এই কনসার্ট শুরু হয়।
এদিকে কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে দর্শক-শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারো মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে। সন্ধ্যে হতে না হতেই পুরো এভিনিউ গণমানুষে পরিণত হয়।
বিজয় দিবস উদযাপনে পরিবার নিয়ে গান উপভোগ করতে এসেছেন অনেকেই। সকলের মাথায় লাল সবুজের পতাকা বাধা, কেউ কেউ আবার পড়েছে লাল সবুজ শাড়ী। গানের আয়োজন শুরু হলে শিল্পিদের সাথে সুর মিলিয়ে গাইতে শুরু করে শ্রোতারা। তবে অল্প বয়সীদের উপস্থিতি ছিলো সবচেয়ে বেশি।
কেউ কেউ বলছেন বিজয় দিবসের আনন্দ এবারের মতো আর কখনো হয়নি।
জেমসসহ দেশের খ্যাতিমান শিল্পীরা ‘সার্বজনীন কনসার্টে তাদের গান পরিবেশন করেছেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড দলও শ্রোতাদের মন মাতিয়েছেন।
মানিক মিয়া এভিনিউ বন্ধ থাকায় রাজধানী বাসীর কিছুটা ভোগান্তি ও পোহাতে হয়েছে। রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে ছিলো ঘন্টার পর ঘন্টা।