রুবেল হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংগামাগুর গ্রামে আজ (১৩ মে) অনুষ্ঠিত হয়েছে প্রায় দেড়শ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী শীতলা বুড়িমাতা পূজা ও মেলা। প্রতিবছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার খরনা ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে এই মেলার আয়োজন হয়ে থাকে।
সকাল ৬টা থেকে শুরু হওয়া পূজায় হাজারো ভক্ত অংশগ্রহণ করেন। তারা বুড়িমাতার বেদীতে প্রণাম জানিয়ে মানসা পূরণের জন্য পাঠা, কবুতর, দুধ, কলা, সন্দেশসহ বিভিন্ন উপকরণ নিবেদন করেন। পূজা বিকাল ৫টা পর্যন্ত চলে এবং পাঠাবলি প্রদানের মাধ্যমে শেষ হয়।
মেলায় স্থানীয় ও আশপাশের এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। মেলায় পাওয়া যায় রসালো লিচু, পাকা আম, তরমুজ, মিঠাই-মণ্ডা, চুড়ি-ফিতা, খেলনা, কাঠ ও লোহার তৈরি আসবাবপত্র, বাঁশ-বেতের সামগ্রীসহ নানান পণ্য। শিশুদের জন্য থাকে নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম জানান, মেলার সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে মেলায় আসা কিছু ব্যবসায়ী অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ করেছেন। এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান বলেন, “মেলায় অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি এক সামাজিক মিলনমেলা। আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার পাশাপাশি মানুষজন আনন্দ-উৎসব ও সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ পান এখানে।