December 22, 2024, 11:54 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

যথাসময়ে ইজতেমা হবে, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না’: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিরাজ হুসেন প্লাবন

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইজতেমা ময়দানে সমাবেশ নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার করা হবে এবং যথাসময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তদন্ত ও শাস্তির বিষয়ে মন্তব্য:
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইজতেমাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তদন্ত চলছে। সাদ ও যুবায়ের—দুই পক্ষই আমাদের সঙ্গে প্রেসব্রিফিংয়ে ছিলেন। যারা সহিংসতায় জড়িত, তাদের শাস্তির আওতায় আনতেই হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।”

নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি:
নির্বাচনের জন্য পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। “১৮৫ জন সদস্য কাজে যোগ দেয়নি, যা তুলনামূলক নগণ্য। বাকিরা পূর্ণ কার্যকর অবস্থায় রয়েছে। র‍্যাব, বিজিবি, ও অন্যান্য বাহিনীও প্রস্তুত। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে কোনো সমস্যা হবে না,” বলেন উপদেষ্টা।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ধরনের বক্তব্য ইজতেমা নিয়ে সৃষ্ট উদ্বেগ কিছুটা প্রশমিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন