বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়।
রবিবার (২৯ জুন, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬টি অনুষদের ২১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আজকের দিনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের এই অর্জন তাদের ভবিষ্যতের পথে অনুপ্রেরণা জোগাবে।” তিনি আরও বলেন, “এই সম্মাননা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার প্রতিফলন এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। উপস্থাপনায় ছিলেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।
ডিনস অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন অনুষদ পর্যায়ে সর্বোচ্চ ফলাফলধারী ৪ জন শিক্ষার্থী, আর বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ ফলপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থী পেয়েছেন মেরিট অ্যাওয়ার্ড-২০২৫।
এছাড়াও কে. মুশতাক ইলাহী এন্ড হাসনা ইলাহী ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের চারজন নারী শিক্ষার্থীকে স্কলারশিপের চেক প্রদান করা হয়। এই সময় ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করেন ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার মেহজাবীন ইলাহী।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।