December 7, 2025, 2:23 pm

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও রক্তদান উদ্বুদ্ধকরণ সভা

মিরাজ হুসেন প্লাবন

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদানের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক সুপর্ণা লাহীরী ও দেবতোষ দাশের যৌথ সঞ্চালনায় অংশগ্রহণ করেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিরা।

খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বলেন, “রক্তদান শুধু একজন রোগীর জীবন বাঁচানোর মাধ্যম নয়, এটি সামষ্টিক মানবতার প্রতীক। রক্তদাতা যখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তখন সে এক ফেরেশতার মতো। আমাদের স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে এই মহৎ কাজটি করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক সুধাংশু পাল, হারুনুর রশিদ, জহিরুল ইসলাম মিঠু, এবং খিদমাহ ব্লাড ব্যাংক শাখার সাবেক ও বর্তমান নেতারা। তারা স্বেচ্ছাসেবীদের মানবিক কাজের প্রশংসা করে বলেন, “রক্তদান মহৎ সেবা, যার ফলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়।”

অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী বলেন, “স্বেচ্ছাসেবীদের এই নিঃস্বার্থ কাজ আমাদের তরুণ প্রজন্মের জন্য গর্বের বিষয় এবং তারা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ধরনের উদ্যোগে তরুণরা আরো বেশি উৎসাহিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

সভা শেষে খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন