August 6, 2025, 10:55 am
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে

রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা

মিরাজ হুসেন প্লাবন

রিপোর্ট: মোঃ বাদশা প্রামানিক
জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট ভীতরবাজার এলাকায় মেসার্স রশিদ অ্যান্ড সন্স নামে একটি গ্লামালের পাইকারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানটি বন্ধ থাকা অবস্থায় রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় চোরেরা এই চুরির ঘটনা ঘটায়।

দোকানের মালিক মোঃ আব্দুর রশিদ জানান, গত ২ আগস্ট ভোররাতে তার দোকানে চুরি হয়। চোরেরা নগদ প্রায় ৩৫,০০০ টাকা, বিভিন্ন কোম্পানির প্রায় ২ লক্ষ টাকার সিগারেট ও আরও কিছু মূল্যবান পণ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, “সিসিটিভি ফুটেজে একজন চোরকে বোঝা যাচ্ছে। প্রশাসন আন্তরিক হলে তাকে শনাক্ত করে মালামাল উদ্ধার করা সম্ভব।”

ঘটনার পর বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানান।

পাশের দোকানের ব্যবসায়ী আসাদুজ্জামান প্লাবন বলেন, “বাজারে এর আগেও ছোটখাটো চুরি হয়েছে, কিন্তু এবারের ঘটনা আমাদের ভীষণ হতাশ করেছে। এখনই ব্যবস্থা না নিলে আমরা সবাই ঝুঁকির মধ্যে পড়ে যাবো।”

অন্য ব্যবসায়ী রতন রায় বলেন, “এই বাজারে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, যেন দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।”

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তের কাজ চলছে, শিগগিরই তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন