December 22, 2024, 11:49 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

৫৩তম জাতীয় সমবায় দিবস আজ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নানা আয়োজন

Reporter Name

৫৩তম জাতীয় সমবায় দিবস আজ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নানা আয়োজন

ঢাকা, ২ নভেম্বর ২০২৪ — আজ সারা দেশে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।” জনগণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বরের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

আজ সকাল ১০টায় রাজধানীর সমবায় অধিদপ্তরে দিবসটি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে সমবায় খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে।”

ড. ইউনূস বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের ফলস্বরূপ অর্জিত নতুন বাংলাদেশে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল সমবায়ীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় খাতে সংস্কার প্রয়োজন। দেশের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য যথাযথ এবং সময়োপযোগী হয়েছে।

তিনি বলেন, “সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার স্থানীয় চাহিদার ভিত্তিতে পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, এবং প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। একটি আধুনিক অর্থনীতি গড়ে তুলতে সমবায়কে যুগোপযোগী করে গড়ে তোলা প্রয়োজন।”

ড. ইউনূস জাতীয় সমবায় দিবসের সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং এ খাতের উন্নয়নে সরকারে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা আরও এগিয়ে নিতে প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন