সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নতুন তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, শাহবাগ থানার একটি নতুন হত্যা মামলায় ডা. দীপু মনি ও জুনাইদ আহমেদ পলক এবং রামপুরা থানার আরেকটি হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া, হাতিরঝিল থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় রাশেদ খান মেনন ও ইনুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, চলতি বছরের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যায় এ চার নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এর আগেও বিভিন্ন মামলায় তারা রিমান্ডে ছিলেন।
এ গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অভিযোগের প্রকৃতি ও এর পেছনে থাকা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।