দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেওয়া দলগুলো
প্রধান উপদেষ্টার ডাকে সংলাপে যোগ দিতে বিকেল ৩টার পর থেকে একে একে দলগুলো ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে। বৈঠকে অংশগ্রহণ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ১২ দলীয় জোট, বাসদ, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, এবি পার্টি এবং বাংলাদেশ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল।
বিএনপি প্রতিনিধিদল
বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে রয়েছেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির প্রতিনিধিদলে রয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অধ্যাপক মুজিবুর রহমান এবং মাওলানা আব্দুল হালিম।
অন্যান্য দলগুলোর উপস্থিতি
১২ দলীয় জোটের নেতৃত্বে রয়েছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এ ছাড়াও গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ লেবার পার্টি, ইসলামিক কাজ, নয়া গণতান্ত্রিক পার্টিসহ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন।
প্রধান উপদেষ্টার আহ্বান
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ সংলাপের মূল লক্ষ্য দেশের চলমান সংকট নিরসন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। তিনি রাজনৈতিক দলগুলো ছাড়াও নাগরিক সমাজ, ছাত্র নেতা এবং ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা করেছেন।
এর অংশ হিসেবে গতকাল অধ্যাপক ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।