চারঘাট প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে অনুষ্ঠিত হলো “অরণ্যের তারুণ্যের মেলা ২০২৫”। মেলায় পিঠা উৎসব, বইমেলা, কারুশিল্প মেলা, তারুণ্য উৎসব, আন্তঃস্কুল চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য আয়োজনে মেলা উদযাপন
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুন ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন
চারঘাট পল্লী বিদ্যুতের ডিজিএম রঞ্জন কুমার সরকার
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ
চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকেরা।
তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ছিল আয়োজন
মেলায় তরুণ-তরুণীরা অংশ নেয় পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, মৃত্তিকা মেলা, পাটপণ্য প্রদর্শনী, বই উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাবেশ, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা সহ নানা আয়োজনে।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে তারা তাদের তারুণ্যের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়।
উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
আয়োজকরা বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও দেশপ্রেমকে উজ্জীবিত করা হয়েছে। ভবিষ্যতে এই আয়োজনকে আরও সমৃদ্ধ করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।