মিজানুর রহমান মিলন, :
বগুড়ার ধুনটে জিয়াউর রহমান (৩৬) নামে এক মসজিদের ইমামের ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জিয়াউর রহমান ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি জানান, প্রায় আট মাস আগে বাবা-মায়ের কাছ থেকে ২৪ শতাংশ জমি কিনে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছিলেন। তবে সোমবার সকালে তিনি তার জমিতে থাকা কাঠ ও ফলের গাছ দেখতে গেলে প্রতিপক্ষ আবু সুফিয়ান কবিরের স্ত্রী শাহানাজ পারভীন (৪৫), মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ প্রাং (৫০) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে আল আমিন (৪৬)সহ কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। তারা জমি ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন জিয়াউর রহমান।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
অন্যদিকে, প্রতিপক্ষ শাহানাজ পারভীন দাবি করেছেন, “ওটা আমাদের জমি, জিয়াউর রহমানই দখলের চেষ্টা করছে। আমরা কোনো মারমুখী আচরণ করিনি, সে মিথ্যা অভিযোগ করছে।”
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানিয়েছেন, “এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”