আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ও বাংলাবাজার ইউনিয়নের সংযোগ সড়কটি যেন উন্নয়ন বৈষম্যের প্রতিচ্ছবি। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির পূর্ব পাশে ২১০০ মিটার ইটের সলিং এবং পশ্চিম পাশে ৬০০ মিটার আরসিসি সড়ক থাকলেও মাঝখানের মাত্র ৩০০ মিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, চরবাংলাবাজার, বানিয়াল, ভারচর, নাসিরাচর (মতলব), কুমিল্লা, শিলই ইউনিয়ন—এই ছয় গ্রামের প্রায় ৫ হাজার মানুষ প্রতিদিন ওই রাস্তা ব্যবহার করেন। শিক্ষক, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচলের প্রধান মাধ্যম হওয়া সত্ত্বেও এই কাঁচা রাস্তাটুকু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা জলিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের প্রাণের দাবি, এই মাঝখানের ৩০০ মিটার রাস্তাটি সংস্কার না হলে শিলই ইউনিয়ন থেকেই আমাদের বের করে দেওয়া হোক।”
বদিউজ্জামান মোল্লা, খোরশেদ আলী বেপারী ও আল-আমিন বলেন, “বছরের পর বছর এই কাঁচা রাস্তাটি আমাদের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার রাস্তার প্রায় সবটুকু সলিং হলেও মাঝখানের অংশটি কেন বাদ পড়ল, বুঝে উঠতে পারছি না।”
বাংলাবাজার ইউনিয়নের শরিফুল কসাই বলেন, “ঈদের দিন গরুর চামড়া বিক্রি করতে যাওয়ার সময় মিশুক উল্টে গিয়ে আমার কানে আঘাত লাগে। এই রাস্তাটির কারণেই প্রায়শ দুর্ঘটনা ঘটে।”
স্থানীয়রা জানান, কাঁচা এই রাস্তাটির কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ভাড়ায় চালিত মোটরসাইকেল ও অটো মিশুক প্রায়ই কাদা-মাটিতে আটকে পড়ে। তাই তাদের একমাত্র দাবি—“মাঝখানের ৩০০ মিটার রাস্তাটি দ্রুত ইটের সলিং করে সংস্কার করতে হবে।”
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. শফিকুল আহসান বলেন, “রাস্তাটির বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।