সংবাদ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের তেঁরাপুর গ্রামের মাদক কারবারি মোঃ আব্দুল আহাদকে ভারতীয় মদের চালানসহ দোয়ারাবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে।
২৪ জুলাই রাত ১০টায় এক গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহন রায়ের নেতৃত্বে ও এসআই আশরাফ খাঁনসহ সঙ্গীয় ফোর্স দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের হেলিপ্যাড সংলগ্ন নাইন্দার রাস্তার মধ্যে তল্লাশি করে মোঃ আব্দুল আহাদ (৪৪) কে আটক করে। তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ‘অফিসার চয়েস’ মদ ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা মোঃ জাহাঙ্গীর আলম নামের ব্যক্তির পলিথিন ব্যাগেও ওই মদ পাওয়া যায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। তবে তার মোবাইল ফোন ও কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করেছে এবং পলাতক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।