ঢাকার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আজ, ২০ জানুয়ারি ২০২৫, ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথি (IACH)-এর উদ্যোগে ‘থিউরি অফ হোমিওপ্যাথি এবং মেটেরিয়া মেডিকা’ এবং ‘ই-লার্নিং প্রোগ্রাম অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি’ নিয়ে দিনব্যাপী বিশেষ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রফেসর জর্জ ভিথুল্কাস এর পক্ষে বক্তব্য রাখেন ডা. ধীমান রায়। তার প্রেজেন্টেশন এবং হোমিওপ্যাথির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশদ আলোচনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উল্লেখযোগ্য কার্যক্রম: IACH এর পক্ষ থেকে কলেজ এর লাইব্রেরীতে ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথি বিষয়ক বই উপহার, প্রশ্নোত্তর পর্ব, প্রফেসর জর্জ ভিথুল্কাসের রেকর্ডকৃত ভিডিও ক্লাস প্রদর্শন। জ্ঞানের বিকাশের জন্য এ আয়োজনে অংশগ্রহণকারীরা এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।