প্রতিনিধি, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসীর প্রতিরোধ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বিক্ষুব্ধ গ্রামবাসী বুধবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ড্রেজার ধাওয়া দিয়ে দুটি লোড ড্রেজারে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের অনুমোদিত মেঘনা নদীর ভাষানচর বালু মহালের ইজারাদারের লোকজন কয়েকদিন ধরে কালিরচর গ্রামের সীমানা ঘেঁষে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীতীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ে। এ অবস্থায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা একত্রিত হয়ে বালু উত্তোলনে বাধা দিতে যায়। উত্তেজিত জনতা লোড ড্রেজারগুলো ধাওয়া দিলে কর্মীরা পালিয়ে যায় এবং পরিত্যক্ত দুটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কালিরচর গ্রামের বাসিন্দা খলিল মিজি (৬৫) বলেন,
“ইজারা দেওয়া হয়েছে ভাষানচর মৌজায়, অথচ তারা কালিরচর মৌজায় বালু কাটছে। এখানে তিন ফসলি জমি রয়েছে। আমরা আমাদের জমি রক্ষায় প্রতিরোধ গড়েছি।”
ভাষানচর বালু মহালের ইজারাদার জিএস মনিরুজ্জামান মনির বলেন,
“আমরা প্রশাসনের দেওয়া বৈধ জায়গায় বালু উত্তোলন করছি। নদীর দুই ফুট গভীর থেকে উত্তোলন করা হলেও, গ্রামবাসী আমাদের ওপর অবৈধ অপবাদ দিচ্ছে।”
এ বিষয়ে সদর উপজেলার চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন,
“আমরা আজ সকালেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছি। ভবিষ্যতেও অনিয়ম হলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”