আক্কাস আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ফের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে তিনি দেখতে পান, কবরস্থানের ২৭টি কবর খোঁড়া হয়েছে। পরে স্থানীয়দের ডেকে আনলে জানা যায়, সাতটি কঙ্কাল চুরি হয়েছে।
এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও কবরস্থান থেকে ১১টি খুলি এবং চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়। দুই সপ্তাহের মধ্যে এটি চতুর্থবারের মতো কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটল, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) এএসপি আনিসুর রহমান জানান, “চোর চক্র ধরতে আজ থেকেই জোর অভিযান চালানো হবে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়রা দ্রুত এই চক্রকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।