April 13, 2025, 6:58 pm
শিরোনাম :

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

MD. Shakil Mahmud

সিলেট: সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত ঘটে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে, যার জেরে মোটরসাইকেল ভাঙচুরসহ শারীরিক আক্রমণের ঘটনাও ঘটে।

 

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং মোটরসাইকেল ভাঙচুর – এসব কিছুই সিলেটের রাজনীতির জন্য অত্যন্ত অশোভন। এ ঘটনায় যারা জড়িত, তাদের অধিকাংশই পূর্বে জুলাই-আগস্ট মাসে ছাত্র ও জনতার আন্দোলনে দায়েরকৃত মামলার আসামি।”

 

তিনি আরও অভিযোগ করেন, “ছাত্রলীগ নেতা দিপু ও মন্জুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।”

 

ইমদাদ হোসেন চৌধুরী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি করেন, যাতে করে ভবিষ্যতে এ ধরনের অরাজনৈতিক ও সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন