August 3, 2025, 4:58 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ছেলেদের অবহেলায় আত্মহত্যা: রাজশাহীতে বৃদ্ধ পিতার মর্মান্তিক পরিণতি

মিরাজ হুসেন প্লাবন

রাজশাহীতে পিতার আত্মহত্যা: ছেলেদের অবহেলায় জীবন দিলেন এক অসহায় বৃদ্ধ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ঘটেছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। পরিবার ও সমাজের অবহেলায় আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ পিতা। জানা গেছে, ৮ মাস আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই একাকীত্বে ভুগছিলেন তিনি। দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউই স্থায়ীভাবে তাকে নিজেদের কাছে রাখতে রাজি হননি। কিছুদিন করে বাবাকে রাখলেও পরবর্তীতে সবাই এড়িয়ে চলতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ পিতাকে নিয়ে প্রায়ই পরিবারে ঝগড়া লেগে থাকত। মৃত্যুর আগের রাতেও দুই ছেলের পরিবার তার প্রতি নিষ্ঠুরতা দেখায়। ছেলেরা তাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়, ফলে সারারাত উঠানে কাটাতে হয় বৃদ্ধকে।

মৃত্যুর দিন সকালে দুই পুত্রবধূর সাথে তীব্র বাকবিতণ্ডা হয় তার। একপর্যায়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় এবং ছেলেরা তার ব্যবহার্য জিনিসপত্র বাড়ির উঠানে ফেলে দেয়। অপমানিত ও বিষণ্ন অবস্থায় তিনি রাজশাহী রেলস্টেশনে চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি ভোর থেকে দুপুর পর্যন্ত না খেয়ে সেখানেই বসে ছিলেন।

পরবর্তীতে দুপুরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। অনেকে বলছেন, এ ধরনের ঘটনা আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রমাণ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন