July 30, 2025, 11:17 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ , দুর্ভোগে নগরবাসী

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক:

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল এগারোটার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, যা মহাখালী পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

অবরোধে অংশ নেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি), এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিশ্চিতকরণ, ডিপ্লোমা ডিগ্রির স্বীকৃতি বৃদ্ধি, এবং চাকরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ ছয়টি প্রধান দাবি।

শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। বারবার আবেদন-নিবেদন করেও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

অবরোধের ফলে তেজগাঁও, সাত রাস্তা, বিজি প্রেস, মহাখালী, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বহু অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। অনেকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত রয়েছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন