প্রতিনিধি: মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজীব।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সেনাবাহিনীর রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী থানার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে একটি গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালায়।
অভিযানে আটককৃতরা হলেন —
১. মো. সাইদুর রহমান মন্ডল (৪৫), পিতা মৃত মেছের মন্ডল
২. মো. সবুজ মন্ডল (৪০), পিতা মৃত কাশেম মন্ডল
— উভয়ই নয়নদিয়া গ্রামের বাসিন্দা।
তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করার পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী নয়নদিয়া গ্রামের মাসুম মেম্বারের বাড়ির পেছনে পাটকাঠির গাদার মধ্যে তল্লাশি চালায়। সেখানে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, “অস্ত্রসহ আটক দুইজনের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”
স্থানীয়দের মতে, এই অভিযান এলাকায় নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।