August 2, 2025, 4:58 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ছাতকে বিদ্যুৎ লাইন সরানো নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

জুনেদ আহমেদ রুনু

জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামে বিদ্যুৎ লাইন সরানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সোনাফর আলী ওরফে সোনাই (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত সোনাফর আলী একই গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ লাইন সরানো নিয়ে ওই গ্রামের ময়না মিয়া, ফরিদ মিয়া, তাজ উদ্দিন, ফাহিম, জাকির, কয়েস, সেলিনা বেগম ও রেদওয়ান গংদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য গ্রামে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠকের একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে অশালীন আচরণ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে সোনাফর আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, “এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গ্রামের মানুষ এ নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন