নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ও ১৫৬ বোতল ভারতীয় মদসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৪ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ আদর্শগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। আপ্তাব আলী (৬৫), পিতা – মৃত আছদ্দর আলী
২। আঙ্গুরা বেগম ওরফে বড়মা (৪৮), স্বামী – আপ্তাব আলী
উভয়ের বাড়ি ভোলাগঞ্জ আদর্শগ্রাম, থানা – কোম্পানীগঞ্জ, জেলা – সিলেট।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল আপ্তাব আলীর বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরবর্তীতে নারী কনস্টেবলের মাধ্যমে আঙ্গুরা বেগমের দেহ তল্লাশি করে ৬৪০ পিস ইয়াবা এবং আপ্তাব আলীর দেহ তল্লাশি করে ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সূত্র।