July 8, 2025, 6:33 am

রাজবাড়ীর বাণীবহ বাজারে শিলা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী:

রাজবাড়ী জেলার সদর উপজেলার বাণীবহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং অননুমোদিত কার্যক্রম পরিচালনার দায়ে ‘মেসার্স শিলা বেকারি’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারি ও খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অননুমোদিত মোড়ক ব্যবহারসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় লঙ্ঘনজনিত কারণে শিলা বেকারিকে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

বিপজ্জনক গ্যাস সিলিন্ডার ব্যবহারে ক্ষোভ
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শিলা বেকারির পরিচালক সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করছেন এবং নিরাপত্তাহীনভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চুলা পরিচালনা করছেন। বাজারের ঘনবসতিপূর্ণ এলাকায় ২০টিরও বেশি গ্যাস সিলিন্ডার সংযুক্ত করে দুটি চুলা চালানো হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করেছে।

ব্যবসায়ীরা জানান, বারবার অনুরোধ সত্ত্বেও সিরাজুল ইসলাম চুলা স্থানান্তরের কোনো উদ্যোগ নেননি। এমনকি সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে ফুটেজ সংগ্রহ করতে চাইলে বেকারির মালিকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং সাংবাদিকদের পিছু হটতে হয়।

স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধ করে বেকারির কার্যক্রম দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন