November 17, 2025, 1:46 am

রাশমিকার প্রসঙ্গে মন্তব্য: ক্ষমা চাইলেন বক্তা আমির হামজা

মিরাজ হুসেন প্লাবন

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে বক্তব্য দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন বক্তা আমির হামজা। এ ঘটনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

আমির হামজা তার পোস্টে লেখেন, “আপনাদের বারবার আশাহত করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার সাম্প্রতিক বক্তব্যে রাশমিকার প্রসঙ্গটি একান্তই অনাকাঙ্ক্ষিত এবং ভুল ছিল। তবে পুরো বক্তব্য শুনলে এর মূল উদ্দেশ্য বুঝতে পারবেন। আমি ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

পোস্টে আমির হামজা তার মানসিক ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, “পূর্বে নির্যাতনের কারণে আমি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নই। অসংলগ্ন কথাবার্তা বলার প্রবণতা আমার মধ্যে তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কিছু ভুল-ত্রুটি হচ্ছে, যা অনিচ্ছাকৃত।”

তিনি আরও বলেন, “বর্তমান বাস্তবতার কারণে প্রচুর প্রোগ্রাম ও মাহফিলে অংশগ্রহণ করতে হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের অনুরোধ এবং বিভিন্ন চাপের কারণে অনেক সময় প্রস্তুতি ছাড়াই বক্তব্য দিতে হচ্ছে।”

আমির হামজা পোস্টে জানান, তিনি ভবিষ্যতে যথাযথ চিকিৎসা ও প্রস্তুতি নিয়ে তাফসির মাহফিলে অংশ নেবেন এবং অনিয়ন্ত্রিত দাওয়াত গ্রহণ বন্ধ করবেন।

“আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই। আমার ভুলগুলো দিয়ে প্রকৃত আমাকে বিচার করবেন না। আগামী বছরগুলোতে আরও দায়িত্বশীল ও পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ,” বলেন হামজা।

রাশমিকার প্রসঙ্গে তার বক্তব্য সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তৌহিদি জনতার একাংশ তার বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও অযাচিত বলে আখ্যা দিয়েছেন। এ ঘটনার পর আমির হামজা তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও সমালোচনা থামেনি।

বক্তার বক্তব্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন