গর্ভবতী মায়ের চিকিৎসার প্রয়োজনে পাশে দাঁড়ালেন ‘আগামী সকালের’ প্রতিনিধি !!
গত ১৭ ডিসেম্বর আগামী সকালের রিপোর্টার এইচ বি সুমন আলীর মাধ্যমে জানা যায় বরগুনা জেলার তালতলি উপজেলার এক অসহায় গর্ভবতী নারীর অসহায়ত্বের ঘটনা।
মুলত অর্থের অভাবে গর্ভবতী নারী সঠিক ভাবে চিকিৎসা করতে পারছিলেন না, সঠিক চিকিৎসার অভাবে ঝুকিতে ছিলো মা ও শিশু।
তাদের এই ক্রান্তিকালে আগামী সকালের রিপোর্টার এইচ বি সুমন আলী ও তার সহযোগীরা এই অসহায় নারীর পাশে ছায়া হয়ে দাড়িয়েছেন।
সকলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নগদ ১০ হাজার টাকা তুলে দেন অসহায় সেই গর্ভবতী নারীর মায়ের হাতে। এ সময় তালতলী ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতা চ্যায়ারম্যান ফয়সাল আহমেদ তার নিজ হাতে অর্থ প্রেরণ করেন।