আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকা থেকে শীর্ষ মাদক সম্রাট এবং ১৫টি মামলার দীর্ঘদিন পলাতক আসামি শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮)-কে
গ্রেপ্তার করেছে র্যাব-১১। নারায়ণগঞ্জ র্যাব-১১ সিপিসি-১-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ভেলকা শাহীন, পিতা- খোকন মিয়া, সাং- পূর্ব শিলমন্দির, সদর মুন্সীগঞ্জ, দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত
ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর নৃশংস হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার শান্তিপূর্ণ আন্দোলনে শাহীন
ও তার সহযোগীরা দেশীয় ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। ওই হামলায় রিয়াজুল ফরাজী নামের এক ব্যক্তি নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর
আহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় শাহীনসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২/৩২১। শাহীন দীর্ঘদিন
পলাতক ছিলেন, তবে র্যাবের নিরলস প্রচেষ্টায় অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য
মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ জানায়, শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত এই আসামিকে আইনের আওতায় আনা জেলা
স্থানীয় বাসিন্দারা র্যাবের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ফলে মুন্সীগঞ্জে অপরাধের মাত্রা কমবে।