August 10, 2025, 4:17 am
শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামী গ্রেফতার চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও রক্তদান উদ্বুদ্ধকরণ সভা হবিগঞ্জে মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মর্মান্তিক মৃত্যু মেহেরপুর সীমান্তে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় নৌবাহিনীর হঠাৎ অভিযান, ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক মুন্সিগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, জনতার গণপিটুনি জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবিগঞ্জের মাধবপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১, রাজবাড়ীতে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মুন্সীগঞ্জে শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার: ১৫টি মামলার আসামি ভেলকা শাহীন আটক

মিরাজ হুসেন প্লাবন

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকা থেকে শীর্ষ মাদক সম্রাট এবং ১৫টি মামলার দীর্ঘদিন পলাতক আসামি শাহীন ওরফে ভেলকা শাহীন (৪৮)-কে

গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। নারায়ণগঞ্জ র‍্যাব-১১ সিপিসি-১-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত ভেলকা শাহীন, পিতা- খোকন মিয়া, সাং- পূর্ব শিলমন্দির, সদর মুন্সীগঞ্জ, দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত

ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর নৃশংস হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার শান্তিপূর্ণ আন্দোলনে শাহীন

ও তার সহযোগীরা দেশীয় ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। ওই হামলায় রিয়াজুল ফরাজী নামের এক ব্যক্তি নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর

আহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় শাহীনসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২/৩২১। শাহীন দীর্ঘদিন

পলাতক ছিলেন, তবে র‍্যাবের নিরলস প্রচেষ্টায় অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য

মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানায়, শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত এই আসামিকে আইনের আওতায় আনা জেলা

স্থানীয় বাসিন্দারা র‍্যাবের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ফলে মুন্সীগঞ্জে অপরাধের মাত্রা কমবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন