মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য আলাদা নামাজের স্থান তৈরির উদ্যোগ শিগগিরই বাস্তবায়নের পথে। সেন্ট্রাল
মসজিদের জন্য নির্ধারিত ডিজাইনের অডিট প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিল পাশ হওয়ার পর আগামী জুন-জুলাই মাসে নির্মাণকাজ শুরু হওয়ার
কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের মুয়াজ্জিন জানান, পূর্ব নির্ধারিত ডিজাইনের ভিত্তিতে মেয়েদের জন্য আলাদা নামাজের স্থান নির্মাণ করা হবে। এটি
বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা নিশ্চিত করা ধর্মীয় পরিবেশ গড়ে
তোলার পাশাপাশি সমতাভিত্তিক ক্যাম্পাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন
ইতিবাচক উদ্যোগ নিয়ে আরও পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী সবাই।
সবার দোয়া ও সমর্থনে শিগগিরই নির্মাণকাজ বাস্তবায়ন হয়ে এটি শিক্ষার্থীদের ইবাদতের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করা হচ্ছে।