July 19, 2025, 11:42 am
শিরোনাম :
“চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হৃদয় হত্যার রহস্য উদঘাটন: জুয়া, প্রতারণা ও নির্মম শ্বাসরোধ মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথেই থেমে গেল তিন শিশুর জীবন ভাড়াটে লোক এনে জমি দখলের চেষ্টা, এবার রাতের আঁধারে সন্ত্রাসী হামলা হেলমেট না থাকলে মাথা উড়েই যেত-চাঁদার দাবিতে চাপাতির কোপ রাজবাড়ীর ইয়াবা সম্রাট ইসহাক গ্রেফতার, ৪৫০ পিস ইয়াবাসহ বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এফবিসিসিআই নির্বাচন: আতিকুর রহমানের পক্ষে গণজোয়ার শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ ১৫ বছর ধরে চালিয়ে গেছেন প্রতারণা -অবশেষে পুলিশের জালে ধরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘শৈত্যোৎসব ও পিঠা পুলি মেলা’

মিরাজ হুসেন প্লাবন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ‘শৈত্যোৎসব ও পিঠা পুলি মেলা ১৪৩১।’ মেলা উদ্বোধন হয় ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এবং চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেডের সৌজন্যে ক্যাম্পাসের সংগীত সংগঠন ‘ক্যাম্পাস বাওয়ালিয়ানা’ তৃতীয় বারের মতো এই আয়োজন করেছে।

মেলায় পিঠা-পুলির আসর, দেশীয় বিভিন্ন খাবার ও পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশেষ আকর্ষণ হিসেবে দেশের সেরা বাউল, ফোক ও কাওয়ালি পরিবেশন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন জানান, “আজকের পিঠা পুলি মেলায় আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে। পিঠার স্বাদ ও মেলার পরিবেশ চমৎকার।”

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। পিঠা-পুলি খেতে খেতে আমরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছি, যা একটি অসাধারণ অনুভূতি।”

উৎসবের আয়োজক সদস্য আশফাক আদী বলেন, “বাংলাদেশ তেরো পার্বণের দেশ। আমাদের ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে পৌঁছানোর জন্য এই আয়োজন।”

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, “এই আয়োজন অনেক ভালো হয়েছে। আশা করি সবাই অনুষ্ঠানটি উপভোগ করবে এবং আইনশৃঙ্খলা বিষয়ক দিকগুলো মেনে চলবে।”

এবারের মেলায় প্রায় দেড় শতাধিক স্টল বসেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজশাহী বিভাগের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন