July 7, 2025, 6:52 pm

মুন্সিগঞ্জে বিকল ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালক নিহত

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে থেমে থাকা বিকল ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহযোগী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মাওয়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হাফিজুর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঘড়া গ্রামের বাসিন্দা।

মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, বিকল ট্রাকের চালক ও হেলপার মহাসড়কের পাশে ট্রাকের চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে হাফিজুর রহমান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত সহযোগী আবুল কালামকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন